নির্বাচনকে 'গণতন্ত্র ও জনগণের বিজয়' হিসেবে আখ্যা ওবায়দুল কাদেরের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ৭ জানুয়ারির নির্বাচনকে গণতন্ত্র ও জনগণের বিজয় আখ্যায়িত করে বলেছেন, নির্বাচন বর্জন করায় ভোটাররা বিএনপিকে ব্যালটের মাধ্যমে জবাব দিয়েছে।
রোববার সন্ধ্যায় রাজধানীর তেজগাওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কাদের।
তিনি বলেছেন, বিএনপি-জামায়াত ও তাদের দোসররা নির্বাচনে অংশ নেয়নি। তারা নির্বাচন প্রতিহত করতে চেয়েছিল। ব্যালটের মাধ্যমে দেশের জনগণ তার জবাব দিয়েছে।
নির্বাচনে অংশগ্রহণ করার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই নির্বাচনে নৌকা মার্কার জয় হবে। নৌকার প্রতি রায় আসবেই, এমনটা মনে করি।
তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে সারা বিশ্ব প্রত্যক্ষ করবে আমাদের জনগণের বিজয়। নির্বাচনে সব ভোটার, নতুন প্রজন্মের ভোটার, নাশকতা ও অগ্নিসংযোগ, ভয়ভীতি উপেক্ষা করে অংশগ্রহণ করায় তাদের ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, ভোটাররা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। ভোটদানে কোনো প্রকার ভয়-ভীতি বা হস্তক্ষেপ হয়নি। এই নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে জনগণ আওয়ামী লীগের পক্ষে ব্যাপক সমর্থন দিয়েছেন। আমাদের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এরই মধ্যে তার বক্তব্যে বলেছেন, ৪০ শতাংশের বেশি ভোটার এই নির্বাচনে ভোট দিয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, আইন বিষয়ক সম্পাদক নাজিবুল্লাহ হিরু, উপপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, উপ দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।