নতুন মন্ত্রিসভা সদস্যদের বয়স: সবচেয়ে প্রবীণ ৮১ বছরের, তরুণতম মন্ত্রীর বয়স ৪১
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন কেবিনেটে মন্ত্রীদের গড় বয়স ৭০.০৪ বছর।
সে তুলনায়, ২০২১ সালে এক রদবদলের পরে– ভারতের নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রিসভায়, মন্ত্রীদের গড় বয়স ৬১ থেকে কমে ৫৮ বছরে নেমে আসে।
বাংলাদেশের জাতীয় সংসদের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুসারে, নতুন সরকারের সবচেয়ে জ্যেষ্ঠ মন্ত্রী হলেন ৮১ বছরের মেজর আব্দুস সালাম। আর সবচেয়ে নবীন হলেন– মুহিবুল হাসান চৌধুরী নওফেল (৪১)।
পূর্ণ মন্ত্রীদের গড় বয়স বেশি হলেও, সেটা অনেকটাই কম প্রতিমন্ত্রীদের ক্ষেত্রে। গড়ে তাঁদের বয়স দাঁড়িয়েছে ৫৮.২১ বছরে।
প্রতিমন্ত্রীদের মধ্যে নবীনতম হলেন- জুনায়েদ আহমেদ পলক (৪৩), এবং সর্বজ্যেষ্ঠ হচ্ছেন জাহিদ ফারুক (৭৩)।
প্রধানমন্ত্রীসহ ২৬ পূর্ণ মন্ত্রীর মধ্যে ১২ জনের বয়স ৭২ থেকে ৮০ বছরের মধ্যে। মাত্র একজনের বয়স ৪৫ থেকে ৫৩ বছরের মধ্যে। আরেক জনের বয়স ৮১ থেকে ৯০ বছরের বয়স শ্রেণিতে পড়েছে।
এছাড়া, ৬৩ থেকে ৭১ বছরের বয়স শ্রেণিতে রয়েছেন ৮ মন্ত্রী। ৫৪ থেকে ৬২ বছরের বয়স শ্রেণিতে রয়েছেন আরও ৪ জন।