নির্বাচনে আওয়ামী লীগের শতভাগ প্রার্থী আচরণবিধি ভঙ্গ করেছে: টিআইবি
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত শতভাগ প্রার্থী কোনো না কোনো নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছে বলে টিআইবির এক গবেষণায় উঠে এসেছে।
টিআইবি গবেষণার জন অন্তর্ভুক্ত ৫০টি আসনে আচরণবিধি প্রতিপালন পর্যালোচনা করে এ তথ্য পায়।
বুধবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে 'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ট্র্যাকিং' শীর্ষক সংবাদ সম্মেলনে গবেষণার এ ফলাফল তুলে ধরেন গবেষণা দলের সদস্য মাহফুজুল হক, নেওয়াজুল মওলা ও সাজেদুল ইসলাম।
গবেষণায় উঠে আসে, ৫০টি আসনের মধ্যে আওয়ামী লীগের ১০০ শতাংশ প্রার্থী, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৯৭.৩০ শতাংশ, স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৮৭.৫০ শতাংশ, জাতীয় পার্টির প্রার্থীদের মধ্যে ৮৪.৯০ শতাংশ, তৃণমূল বিএনপির প্রার্থীদের মধ্যে ৭৫ শতাংশ এবং অন্যান্য দলের ৮০ শতাংশ প্রার্থী কর্তৃক কোনো না কোনো নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছে।
আচরণবিধির ভঙ্গের মধ্যে অন্যতম ছিল: দেয়াল, খুঁটি, যানবাহন ইত্যাদিতে পোস্টার লাগানো, যানবাহন সহকারে মিছিল, মশাল মিছিল, শো-ডাউন, জনসভা ও শোভাযাত্রা করা, পাঁচ জনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা এবং নির্ধারিত সময়ের আগে প্রচারণা শুরু করা ইত্যাদি।
গবেষণার ৫০ টি আসনের ১৪৯ জন প্রার্থী বিভিন্ন দলের মনোয়ন নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়। এদের মধ্যে আওয়ামী লীগের ৪৪ জন, স্বতন্ত্র (আওয়ামী লীগ) ৩৭ জন, জাতীয় পার্টির ৩৩ জন, তৃণমূল বিএনপির ১২ জন, স্বতন্ত্র ৮ জন এবং অন্যান্য দলের ১৫ জন প্রার্থী ছিল।