সাগরে ধরা পড়ল ‘ব্লু রিং অ্যাঞ্জেল’ ফিশ
বঙ্গোপসাগরের দুবলারচর এলাকায় জেলের জালে ধরা পড়েছে একটি 'ব্লু রিং অ্যাঞ্জেল' ফিশ। তবে মাছটি নিয়ে জেলেদের কৌতুহলের শেষ নেই। কেননা কেউই শনাক্ত করতে পারছিলেন না মাছটি ঠিক কী মাছ বা কোন প্রজাতির।
মাছটি ধরা পড়েছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার শুভ্রকাটি গ্রামের জেলে ইমন হোসেনের জালে। ইমন জানান, কয়েকদিন আগে মাছটি সাগরের মধ্যে জালে ধরা পড়ে। গতকাল, বুধবার (১৭ জানুয়ারি) দুবলারচরে ফিরে আসি। উৎসুক জেলেদের ভিড় লেগে যায় মাছটি দেখতে। তবে কেউেই মাছটি কী মাছ সেটি বলতে পারছে না। মাছটি জিইয়ে রাখা হয়েছে।
মাছের ছবি দেখে সাতক্ষীরা মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান বলেন, "মাছটি 'ব্লু রিং অ্যাঞ্জেল' ফিশ নামে পরিচিত। দেখতে সুন্দর হওয়ায় এটি মেরিন অ্যাকুরিয়ামে রাখে। এটি আমাদের অঞ্চলের মাছ নয়। মাছটি এখানে কীভাবে আসলো সেটি বলতে পারছি না। অ্যাঞ্জেল ফিশ পূর্ব আফ্রিকা থেকে ইন্দো-পশ্চিম প্রশান্ত মহাসাগর, ইন্দোনেশিয়া, নিউ গিনি থেকে নিউ ক্যালেডোনিয়া, উত্তর থেকে দক্ষিণ জাপানে পাওয়া যায়।"