আলু, পেঁয়াজ, ডিমের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তদন্ত করতে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের
আলু, পেঁয়াজ, ডিমসহ সব ধরনের কৃষিপণ্যের অস্বাভাবিক বাজারদর বৃদ্ধির ঘটনা অনুসন্ধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করতে বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে কৃষিপণ্যের মূল্যবৃদ্ধি রোধে সরকারের সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে রোববার (২৮ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।
এছাড়া কৃষিপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে কৃষিপণ্যের উৎপাদনস্থলে কেন বাজার অবকাঠামো তৈরির ব্যবস্থাপনা করা হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে।
বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয়ের সচিব, কৃষি সম্প্রসারণ অধিদফতরসহ সংশ্লিষ্টদেরকে ৪ সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনোজ কুমার ভৌমিক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।