আইএফটিসির সাথে জ্বালানি বিভাগের ২.১ বিলিয়ন ডলারের চুক্তি সই
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের একটি সদস্য সংস্থা- ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন (আইএফটিসি)-র সাথে প্রায় ২.১ বিলিয়ন ডলার সহায়তা চুক্তি সই করেছে জ্বালানি বিভাগ।
আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) জ্বালানি মন্ত্রণালয়ে চুক্তিতে স্বাক্ষর করেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম এবং আইএফটিসি, সৌদি আরব-এর প্রাধান অপারেশন অফিসার (সিওও) নাজিম নূরদালি।
চুক্তি সইয়ের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বৈশ্বিক প্রেক্ষাপটে তেল ও গ্যাসের সার্বিক মূল্য বাড়ার ফলে– দেশের জ্বালানি নিরাপত্তা স্থিতিশীল রাখা বেশ দুষ্কর। দেশীয় প্রাকৃতিক গ্যাস ও তেল অনুসন্ধান এবং উত্তোলন কার্যক্রম বাড়ানোর সাথে সাথে তেল-গ্যাস সমৃদ্ধ দেশগুলোর সহযোগিতা নেওয়ার উদ্যোগ অব্যাহত রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, আইএফটিসি আগে থেকেই তেল আমদানিতে আমাদের সহযোগিতা করে আসছে। এখন তেলের পাশাপাশি গ্যাস ক্রয়েও সহযোগিতা করবে। তাঁদের থেকে প্রায় ৫০০ মিলিয়ন ডলার নিয়ে গ্যাস কেনা যাবে। যা আগামীতে সংকট নিরসনের সহায়ক হবে।
চুক্তিতে স্বাক্ষর করেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম এবং আইএফটিসি, সৌদি আরব-এর প্রাধান অপারেশন অফিসার (সিওও) নাজিম নূরদালি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংশ্লিষ্ট দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।