দেশে তৈরি প্রথম ই-বাইক নিয়ে এল আরএফএল
স্থানীয়ভাবে নিজেদের তৈরি বৈদ্যুতিক বাইসাইকেল (ই-বাইক) বাজারে নিয়ে এসেছে আরএফএল। এটিই দেশে তৈরি প্রথম ই-বাইক।
আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীতে দেশে প্রথমবারের মতো তৈরি 'দুরন্ত' ব্র্যান্ডের বৈদ্যুতিক বাইসাইকেলের মোড়ক উন্মোচন করেন।
ই-বাইকটি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অবস্থিত হবিগঞ্জ শিল্প পার্কে আরএফএল গ্রুপের নিজস্ব কারখানা রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে তৈরি করা হচ্ছে। কারখানাটির বছরে প্রায় ৫ হাজার ইউনিট ই-বাইক উৎপাদনের সক্ষমতা রয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরএন পল বলেন, প্রথাগত বাইসাইকেল ও মোটরচালিত যানবাহনের বিকল্প হিসেবে ই-বাইক বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে। এটি যাতায়াত, বিনোদন ও পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠছে। স্বাস্থ্যকর জীবনযাত্রার অংশ হিসেবে এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর জন্য পরিবহনের টেকসই মাধ্যম হিসেবে ই-বাইকের ব্যবহারকে অনেক দেশে উৎসাহিত করা হচ্ছে। দেরিতে হলেও বাংলাদেশে ই-বাইকের ব্যবহার শুরু হয়েছে এবং দেশের শহরাঞ্চলে ই-বাইক জনপ্রিয় হয়ে উঠছে।
তিনি আরও বলেন, 'এ অবস্থায় আরএফএল ই-বাইক খাতে প্রবেশ করেছে। এই ব্যবসায় প্রবেশের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে উচ্চমানের পরিবেশবান্ধব পণ্য পৌঁছে দেওয়া। আশা করি গ্রাহকদের কাছ থেকে ভালো সাড়া পাব। এছাড়া দেশের চাহিদা মিটিয়ে ই-বাইক রপ্তানির পরিকল্পনা রয়েছে আমাদের।'
রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. মাহমুদুর রহমান বলেন, 'দুরন্ত ই-বাইকের প্রধান বৈশিষ্ট্য হলো এটি ৩৬ ভোল্টের লিথিয়াম ব্যাটারিতে চলে। এ ব্যাটারিও আমাদের কারখানায় উৎপাদিত হচ্ছে।'
তিনি জানান, ই-বাইকটি ঘণ্টায় ২৫ কিলোমিটার গতিতে চলতে পারে। এবার চার্জ দিলে অনায়াসে ৪৫ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। সম্পূর্ণ চার্জ হতে প্রায় ৪-৫ ঘণ্টা সময় লাগবে।
মাহমুদুর রহমান আরও বলেন, দুরন্ত ই-বাইক কিনলে বৈদ্যুতিক যন্ত্রাংশের জন্য ৬ মাসের ওয়ারেন্টি দেওয়া। এছাড়া একজন গ্রাহক প্রথম ছয় মাসে চারটি ফ্রি সার্ভিসিং সুবিধা পাবেন।
প্রথমে দুরন্ত ই-রাইডার ১০১ ও দুরন্ত ই-রাইডার ২০১ মডেল দুটি বাজারে পাওয়া যাবে। দুরন্ত ই-রাইডার ১০১ মডেলের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ৪২ হাজার টাকা এবং দুরন্ত ই-রাইডার ২০১ মডেলের সর্বোচ্চ খুচরা মূল্য ৫৫ হাজার টাকা। দুরন্ত স্পোর্টস গ্যালারি ও অনুমোদিত ডিলারের মাধ্যমে সারা দেশে দুরন্ত ই-বাইক পাওয়া যাবে।