এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। আজ রবিবার বিকাল ৩টায় রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন এ ফলাফল ঘোষণা করেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, এবারের পরীক্ষায় ১ লাখ ৪ হাজার ৩৭৪ জন ভর্তীচ্ছু আবেদন করেছিলেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২ হাজার ৩৬৯ জন। অনুপস্থিতির হার ছিল ১.৯২ শতাংশ। ভর্তি হওয়ার সুযোগ লাভের জন্য পরীক্ষায় ন্যূনতম নম্বর ধরা হয়েছে ৪০ শতাংশ। সে হিসেবে এ বছর মোট ৪৯ হাজার ৯২৩ জন ৪০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন। এ হার ৪৭.৮৩ শতাংশ। এদের মধ্যে ছাত্র ২০ হাজার ৪৫৭ জন ও ছাত্রী ২৯ হাজার ৪৬৬ জন।
পরীক্ষায় সর্বোচ্চ ৯২.৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন তানজিম মুনতাকা সর্বা।
সরকারি মেডিক্যাল কলেজগুলোতে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে। বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি আগামী বুধবার (১৪ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে।
গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দেশের ১৯টি কেন্দ্রের ৪৪টি প্রতিষ্ঠানে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে ৫ হাজার ৩৮০টি ও ৬৭টি বেসরকারি মেডিক্যাল কলেজে ৬ হাজার ২৯৫টি আসন রয়েছে। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১ লাখ ৪ হাজার ৩৭৪ শিক্ষার্থী আবেদন করেন।
ফলাফল ঘোষণার সময় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব আজিজুর রহমান, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'এবারের পরীক্ষায় ছেলেদের চেয়ে মেয়েদের পাসের হার বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। সেভাবেই তিনি কাজ করছেন। এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফলেও নারীর অগ্রযাত্রা লক্ষ্য করা গেল।'
যেভাবে ফল জানা যাবে
ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর https://result.dghs.gov.bd/mbbs ওয়েবসাইট থেকে ফলাফল পাওয়া যাবে। এছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (dgme.gov.bd) থেকেও ফলাফল জানা যাবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মুঠোফোনে ক্ষুদে বার্তায় ফল জানিয়ে দেওয়া হবে। আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে ফলাফল পাওয়া যাবে।
এদিকে ফলাফল প্রকাশের কিছুক্ষণের মধ্যেই ডিজিএমইর অফিসিয়াল ওয়েবসাইটে (dgme.gov.bd) ত্রুটি দেখা দেয়। একসঙ্গে বহু মানুষ ওয়েবসাইটটিতে ঢুকে পড়ায় এ ত্রুটির সৃষ্টি হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এতে বহু শিক্ষার্থী ফলাফল দেখতে অসুবিধায় পড়েন।