অর্থনৈতিক সংকট থাকা সত্ত্বেও বাংলাদেশ উন্নয়নের পথে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বাংলাদেশ পুনরুদ্ধারের পথে রয়েছে এবং কিছু অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও ধীরে ধীরে উন্নয়নের ধারায় ফিরছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ কার্যালয়ে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) কান্ট্রি ডিরেক্টর আর্নো হ্যামলিয়ার্সের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, 'বাংলাদেশ বর্তমানে ভালো করছে, তবে এখনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেনি। বাংলাদেশের ঊর্ধ্বমুখিতা চালু আছে। অনেকে যে বলেন বাংলাদেশ দেউলিয়া হয়ে গেছে বা যাবে — এটা ঠিক না। বাংলাদেশ দেউলিয়া হয়ে যায়নি। এত বড় দেশ দেউলিয়া হবে না।'
অর্থমন্ত্রী আরও বলেন, 'সংকট আছে, তবে তা ধীরে ধীরে কেটে যাচ্ছে। নতুন মন্ত্রিসভা গঠনের মানে এ নয় যে রাতারাতি সবকিছু ঠিক হয়ে যাবে। এজন্য সময় লাগবে। বাংলাদেশ সম্ভাবনার দেশ; সেই ট্র্যাকে ফিরে এসেছে।'
আর্নো হ্যামলিয়ার্স বলেন, ইফাদ গ্রামীণ এলাকার উন্নয়নে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায়।
ইফাদ এ পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে ২.১ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে উল্লেখ করে তিনি বলেন, 'বর্তমানে ৭টি প্রকল্প চলমান রয়েছে। কাজ করার আরও অনেক সুযোগ রয়েছে। ইফাদ বিশেষকরে কৃষি খাতে উদ্ভাবন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা নিয়ে কাজ করতে চায়। ভবিষ্যতে কীভাবে এ খাতে বিনিয়োগ আরও বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে।'
ইফাদ বাংলাদেশকে আন্তর্জাতিক বাজারে সম্পৃক্ত হতে এবং ভ্যালুচেইন ব্যবস্থা দাঁড় করাতে সহায়তা করতে চায় বলেও জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, 'বাংলাদেশের কৃষকেরা অনেক ভালো করছেন। তবে অনেক সমস্যাও আছে। মার্কেটিং একটি সমস্যা। পণ্য ঢাকায় পৌঁছানোর আগেই মধ্যস্বত্বভোগীদের কাছে চলে যায়। আমরা চেষ্টা করছি কীভাবে এটা পরিবর্তন করা যায়। ইফাদ এ ব্যাপারে সহযোগিতা করছে।'
ইফাদ ছাড়াও আরও অনেক অংশীদার সংস্থা রয়েছে যারা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে জানিয়ে অর্থমন্ত্রী আরও বলেন, সরকার তাদের সবার সঙ্গে আলোচনা করে আইডিয়া ও আর্থিক সহযোগিতা নিয়ে কাজ করবে।
এর আগে এদিন অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফরাসি সরকারের জলবায়ু বিষয়ক বিশেষ দূত স্টিফেন ক্রোজা। এ সময় তিনি জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ঋণ ও অনুদান মিলিয়ে বাংলাদেশকে ১০০ মিলিয়ন ইউরো সহায়তা দেওয়া হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরিও একই দিন অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জাপানের অব্যাহত সহায়তার প্রতিশ্রুতি দেন।