বিএনপির সাথে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও কারাবন্দি নেতাদের নিয়ে আলোচনা
বাংলাদেশে সফররত মার্কিন প্রতিনিধি দল শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এসময় তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও কারাবন্দি বিরোধীদলীয় সদস্যদের নিয়ে আলোচনা করেন।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে মার্কিন দূতাবাস লিখেছে, 'গঠনমূলক সংলাপ বিভিন্ন দৃষ্টিভঙ্গি বোঝার এবং সাধারণ ভিত্তি খুঁজে পাওয়ার চাবিকাঠি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও কারাবন্দি হাজার হাজার বিরোধী দলের সদস্যদের নিয়ে বিএনপি মহাসচিবের সঙ্গে ফলপ্রসূ আলোচনাকে আমরা স্বাগত জানিয়েছি। আগামীতেও সম্পৃক্ততা বজায় রাখার প্রত্যাশা করছি।'
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী মন্ত্রী আফরিন আখতার এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে আমির খসরু সাংবাদিকদের বলেন,'তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছিল, আমরা এসেছি। কী বিষয়ে আলোচনা হয়েছে তা সময়মতো জানানো হবে।'
বিএনপি কী বলেছে, এ প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, 'কিছু বলার নেই।'
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে কি না, এ প্রশ্নেরও জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'একটাই উত্তর হবে, কিছু বলার নেই।'
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রায় গ্রেপ্তার হয়ে সাড়ে তিন মাস আটক থাকার পর জামিনে মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
'কূটনৈতিক সম্পর্ক জোরদার, চ্যালেঞ্জ মোকাবিলা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক স্বার্থের অগ্রগতিতে একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি এগিয়ে নেওয়ার'- উপায় নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল, স্টেট ডিপার্টমেন্ট এবং ইউএসএআইডি'র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত মার্কিন প্রতিনিধিদল তিন দিনের সরকারি সফরে আজ ঢাকায় এসেছে। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের ঢাকায় থাকার কথা রয়েছে।
মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী আফরিন আখতার ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক আইলিন লাউবাচার; ইউএস এআইডির সহকারী প্রশাসক ও ব্যুরো ফর এশিয়ার মাইকেল শিফার।