রমজানে ৯টা–সাড়ে ৩টা অফিসের সময়সূচি নির্ধারণ করল সরকার
পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানিয়েছেন।
মাহবুব হোসেন বলেন, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে অফিসের কার্যক্রম চলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
সচিব আরও বলেন, জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে।