জেলা প্রশাসক সম্মেলনে ডিসিদের ৩৫৬ প্রস্তাব; সবচেয়ে বেশি সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগকেন্দ্রিক
এবারের জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষ্যে দেশের জেলা প্রশাসকরা মন্ত্রিপরিষদ বিভাগে ৩৫৬টি প্রস্তাব পাঠিয়েছেন। এরমধ্যে সবচেয়ে বেশি ২২টি প্রস্তাব এসেছে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগকেন্দ্রিক।
আজ, ৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া চারদিনব্যাপী সম্মেলন উপলক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। গতকাল (শনিবার) বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
৩ থেকে ৬ মার্চ ঢাকায় জেলা প্রশাসক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে আজ (রবিবার) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের উদ্বোধন করবেন শেখ হাসিনা।
সম্মেলনের বাকি অধিবেশনগুলো অনুষ্ঠিত হবে ওসমানি স্মৃতি মিলনায়তনে। সেখানে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী এবং মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং সরকারের বিভিন্ন সংস্থার প্রধানরা অংশগ্রহণ করবেন।
সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়। মন্ত্রণালয়গুলো তাদের পরিকল্পনা মাঠ পর্যায়ে বাস্তবায়নে ডিসিদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে থাকে। ডিসিরাও জেলাগুলোর সমস্যা এবং বিভিন্ন সম্ভাবনা তুলে ধরেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, "এবারের ডিসি সম্মেলন অন্যান্য বছরের তুলনায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এটি নতুন সরকারের প্রথম ডিসি সম্মেলন। এছাড়া নতুন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ইতিমধ্যে মন্ত্রিসভা, সচিব সভায় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। ডিসি সম্মেলনেও একই নির্দেশনা থাকবে।"
মাহবুব হোসেন বলেন, "জেলা প্রশাসকদের থেকে যে-সব প্রস্তাব পাওয়া গেছে তার মধ্যে জনসেবা বাড়ানো, জনদুর্ভোগ কমানো, রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণ, পর্যটনের বিকাশ, আইনকানুন বা বিধিমালা সংশোধন, জনস্বার্থ সংরক্ষণের বিষয়গুলো রয়েছে।"
সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব ২০২৩ সালের ডিসি সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, "গত বছর ডিসি সম্মেলনে ২১২টি সিদ্ধান্ত ছিল। এরমধ্যে ১৩০টি সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে। ৮২টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন। এসব সিদ্ধান্তগুলো বাস্তবায়ন সময়সাপেক্ষ। কোনো ক্ষেত্রে প্রকল্প নিতে হবে। কোনো ক্ষেত্রে আইনি সংশোধন দরকার। এসব বিষয়েও কাজ চলছে।"
মাহবুব হোসেন বলেন, "গত এক বছরে জেলা প্রশাসকরা ৩ হাজার ৫৬৬ একর খাস জমি উদ্ধার করেছে। ২ লাখ ৬০ হাজার ৮৭৮ টি গৃহহীন ভূমিহীন পরিবারকে ঘর নির্মাণ করে দিয়েছে। ১১ হাজার ১৫০ একর খাস জমি বন্দোবস্ত দিয়েছে। বজ্রপাত প্রতিরোধে ১৩ লাখ ৩৭ হাজার ৮১৭ টি তাল গাছ রোপণ করেছে।"
সচিব বলেন, "ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক প্রতিরোধ ও অন্যান্য সামাজিক বিষয়ে ২৩ হাজার ৫৯২ টি উঠান বৈঠক করেছেন। ৪২০টি খেলার মাঠ তৈরি ও ৭১০৫ টি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন।"
এবারের জেলা প্রশাসক সম্মেলনে কমপক্ষে তিন জন অবসরপ্রাপ্ত সচিব তাদের কর্ম অভিজ্ঞতা জেলা প্রশাসকদের সাথে শেয়ার করবেন।