এস আলম সুগার মিলের আগুনে চিনির দামে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, এস আলম গ্রুপের চিনিকলে অগ্নিকাণ্ডে চিনির সরবরাহ ও দামে কোনো প্রভাব পড়বে না।
বুধবার (৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে প্রতিযোগিতা আইন, ২০১২ এর ওপর এক কর্মশালা শেষে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
এসময় তিনি বলেন, চট্টগ্রামের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা আগুনে কী পরিমাণ চিনি ক্ষতিগ্রস্ত হয়েছে তার প্রাথমিক নিরূপণ সম্পন্ন করে বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছে, এই পরিমাণ ২০ থেকে ৩০ হাজার টনের মধ্যে হবে।
তিনি আরও বলেন, 'রমজানে প্রায় ৩ লাখ টন চিনির প্রয়োজন। কারখানায় আগুনে পুড়ে যাওয়া চিনির পরিমাণ চাহিদার ১০ শতাংশের কম। এ ঘটনায় চিনির বাজার দরে কোনো প্রভাব পড়বে না।'
প্রতিমন্ত্রী বলেন, রমজানে উচ্চ চাহিদা রয়েছে এমন বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে খেজুরসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার।
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান প্রদীপ রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এর অর্থনৈতিক বিষয়ক কর্মকর্তা এলিজাবেথ গাচুরি।