রমজানে যেসব খাদ্যপণ্যে ছাড় দিচ্ছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পর এখন দেশের অন্যান্য বড় সংস্থাগুলোও বাজার দরের তুলনায় কম দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি শুরু করেছে।
আজ বুধবার (১৩ মার্চ) থেকে রাজধানীর কারওয়ানবাজারে টিসিবি ভবনের সামনে ১২০ টাকা ডজন দরে ব্রয়লার মুরগির ডিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। বাজারে এক ডজন ব্রয়লার মুরগির ডিমের দাম ১৩৫ টাকা।
একই সঙ্গে সংগঠনটি ২৬০ টাকা কেজি দরে ড্রেসড ব্রয়লার মুরগি বিক্রি করছে। বাজারে লাইভ ওয়েটে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৩০ টাকায়। এরসঙ্গে ১৮০ টাকায় খেজুর, ৪০ টাকা হালি লেবু, ২০০ টাকা লিটার সরিষার তেল বিক্রি শুরু করেছে প্রতিষ্ঠানটি।
আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এস সময় তিনি বলেন, "বড় কোম্পানি ও অবস্থাবান লোকেরা যদি এভাবে বাজারে কিছুটা কমে পণ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয়, তাহলে বাজার যেসব দরিদ্র মানুষের ক্রয়ক্ষমতার বাইরে, তারা এ সুবিধাটা পাবে।"
এর আগে, অবশ্য তিনি মেঘনা গ্রুপের বিক্রয়কেন্দ্র উদ্বোধন করেন। সেখানে ৯টি পণ্য বাজার দামের চেয়ে কিছুটা ছাড়ে বিক্রি হচ্ছে। যদিও একই স্থানে আগে থেকেই টিকে গ্রুপ ও বসুন্ধরা গ্রুপ ছাড়ে পণ্য বিক্রি শুরু করেছে।
বিক্রয়কেন্দ্র ঘুরে দেখা গেছে, প্রতিটি কোম্পানি সয়াবিন তেল, চিনি, পানি, আটা, ময়দা, ডাল, সুগন্ধি চালসহ বিভিন্ন পণ্য বিক্রি করছে।
এরমধ্যে মেঘনা গ্রুপ বিক্রি করছে ৯টি পণ্য। নির্ধারিত দামের চেয়ে ৭ টাকা কমে প্রতি লিটার সয়াবিন তেল, ৯০ টাকা কমে সরিষার তেল, ৩৫ টাকা কমে সরিষার তেল এবং ১৫ টাকা কমে বিক্রি করছে মসুর ডাল।
টিকে গ্রুপ বিক্রি করছে ২৩টি পণ্য। এরমধ্যে মেঘনার মতই সয়াবিন তেলে ৭টাকা, সুগন্ধি চালে ২৮ টাকা, আটায় ৭ টাকা, কেজিপ্রতি ডালে ১৬ টাকা ছাড়া দিচ্ছে।
অন্যদিকে, বসুন্ধরার বিক্রয়কেন্দ্রে চাল, আটা, সুগন্ধি চালসহ মোট ৩১টি পণ্য বিক্রি হচ্ছে। ৮ টাকা ছাড়ে সয়াবিন তেল, ৯৫ টাকা ছাড়ে সরিষার তেলসহ অন্য কোম্পনিগুলোর মতই প্রায় একই রকম ছাড়ে সুগন্ধি চাল, ডাল, আটা বিক্রি করছে।
তবে বসুন্ধরা বিক্রি করছে সেমাই, নুডলডস, বিভিন্ন ধরনের গুড়া মশলা ও চা।
এছাড়া, আগে থেকেই ঢাকার ৩০টি স্পটে প্রাণিসম্পদ অধিদপ্তর ৬০০ টাকা কেজি দরে মাংস, ১১০ টাকা ডজন হিসেবে ডিম, ৮০ টাকা লিটারে দুধ, ৯০০ টাকা কেজি দরে খাসির মাংস এবং ২৫০ টাকা কেজি দরে ড্রেসড ব্রয়লার মুরগি বিক্রি করে আসছে।
মৎস অধিদপ্তর ঢাকার ৮টি স্পটে বিক্রি করছে মাছ। এরমধ্যে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে রুই মাছ, ১৩০ টাকা দরে পাঙ্গাস ও তেলাপিয়া এবং ৩৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পাবদা মাছ।