ঢাকায় এক পশলা বৃষ্টি, দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টি হতে পারে
কিছুক্ষণ আগেই রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে। ঝড়ো হাওয়াসহ বৃষ্টির কারণে কমে এসেছে রাজধানীর তাপমাত্রা। সকাল থেকেই ঢাকার অনেক জায়গায় আকাশ মেঘলা থাকলেও দুপুর আড়াইটা নাগাদ রাজধানীর আকাশ কালো হয়ে আসে। তারপর ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি। ঢাকার কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতও হয়েছে। হঠাৎ বৃষ্টিতে অনেক পথচারীকে কাকভেজা হতে হয়েছে। কিন্তু বৃষ্টি ১০-১৫ মিনিটের বেশী স্থায়ী হয়নি।
মঙ্গলবার (১৮ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা বিভাগের বেশ কয়েকটি জায়গায় এবং অন্য সাত বিভাগের কিছু জায়গায় মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, খুলনা বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া, রাঙামাটি ও নীলফামারী জেলা এবং চট্টগ্রামের সীতাকুণ্ড অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার কথাও জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।
আজ সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজশাহীতে (৬ মিলিমিটার)।
দক্ষিণ বঙ্গোপসাগরের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় পশ্চিমাঞ্চলীয় একটি নিম্নচাপ অবস্থান করছে।