জয়পুরহাটে ডায়রিয়ার ভয়াবহ প্রকোপ, মঙ্গলবার হাসপাতালে ভর্তি ১৩৪
জয়পুরহাটে হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবারেই (১৯ মার্চ) ১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রমজানের শুরু থেকে প্রায় প্রতিদিন জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন ৪৫ থেকে ৫০ জন ডায়রিয়ার রোগী।
গতকাল মঙ্গলবার হঠাৎই এই সংখ্যা বেড়ে যায়। এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হন।
২৫০-শয্যাবিশিষ্ট জয়পুরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'হঠাৎ গরম বেড়ে যাওয়া, অস্বাস্থ্যকর খাবার গ্রহণ এবং পৌরসভার সরবরাহ করা দূষিত পানি পান করাসহ আবহাওয়ার পরিবর্তনের কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে।'
তিনি যোগ করেন, জায়গার অভাবে সদর হাসপাতালে অনেকে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। তবে রোগীদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, সদর হাসপাতাল ছাড়াও শহরের বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও কনসালটেশন সেন্টারেও কেউ কেউ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে জেলায় হঠাৎ ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জয়পুরহাট পৌরসভার পক্ষ থেকে বলা হয়, পৌরসভার রাস্তা সম্প্রসারণ কাজের কারণে পানির লাইনের পাইপ কেটে বা ফেটে যাওয়ায় সরবরাহ করা পানি দূষিত হতে পারে। এজন্য গ্রাহকদের সাময়িকভাবে পানি ফুটিয়ে পান করতে অনুরোধ করা হলো।