পাহাড়ে গাছ টানায় ব্যবহৃত হাতি আশ্রয় পেল বঙ্গবন্ধু সাফারি পার্কে
বান্দরবান জেলার লামা উপজেলার পাহাড়ি এলাকায় অবৈধভাবে কাটা গাছ টানার কাজে ব্যবহার করা হতো হাতিটি। এটিকে উদ্ধার করে কক্সবাজারের চকরিয়ার ডুলহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে নেওয়া হয়েছে।
এ ঘটনায় নির্যাতিত হাতির সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগে সিলেটের শিপার মিয়াকে (৩১) আটক করা হয়েছে।
শনিবার (২৩ মার্চ) লামা উপজেলার সরই ইউনিয়নের লেমুঝিরি এলাকা থেকে পালিত হাতিটিসহ তাকে আটক করে উপজেলা প্রশাসন ও বনবিভাগের কর্মীরা।
বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'উদ্ধার করা হাতিটিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে স্থানান্তর করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করে পুলিশে সোপর্দ করা হয়েছে।'
লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, বান্দরবানের জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে লামা উপজেলা প্রশাসন এবং বনবিভাগ যৌথ অভিযান পরিচালনা করে লেমুঝিরি থেকে অবৈধভাবে গাছ পরিবহনে ব্যবহৃত একটি পালক হাতিসহ এক ব্যাক্তিকে আটক করেছে।