দেশে পুরুষদের প্রথম বিয়ের গড় বয়স বেড়েছে, মেয়েদের অপরিবর্তিত
দেশে পুরুষরা প্রথম বিয়ে বিয়ে করেন গড়ে ২৪.২ বছর বয়সে; নারীদের ক্ষেত্রে তা ১৮.৪ বছর। ফলে স্বামী-স্ত্রীর বয়সের গড় পার্থক্য দাঁড়িয়েছে ৫.৮ বছর।
রোববার (২৪ মার্চ) ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে 'বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২৩: গুরুত্বপূর্ণ ফলাফল' প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২২-এ উঠে এসেছিল, দেশে পুরুষদের প্রথম বিয়ের গড় বয়স ছিল ২৪ বছর; নারীদের ক্ষেত্রে ছিল ১৮.৪ বছর। সেই হিসাবে দেখা যাচ্ছে, পুরুষদের প্রথম বিয়ের গড় বয়স কিছুটা বেড়েছে। নারীদের ক্ষেত্রে তা অপরিবর্তিত রয়েছে।
গত বছরের জরিপ অনুসারে, পল্লি অঞ্চলের তুলনায় শহরাঞ্চলের পুরুষ ও নারী উভয়ই বেশি বয়সে প্রথম বিয়ে করেন। আগের জরিপে শহরাঞ্চলের পুরুষ ও নারীদের প্রথম বিয়ের গড় বয়স ছিল যথাক্রমে ২৫.২ ও ১৯.৬ বছর। আর পল্লি অঞ্চলের পুরুষ ও নারীদের প্রথম বিয়ের গড় বয়স ছিল যথাক্রমে ২৩.৭ ও ১৮.১ বছর।
রোববার 'বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২৩: গুরুত্বপূর্ণ ফলাফল' প্রকাশনা প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার।
এছাড়া পরিসংখ্যানে আরও উঠে এসেছে, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে জন্মনিয়ন্ত্রণ ব্যবহারকারীর হার সামান্য কমে ৬২.১ শতাংশ হয়েছে।