কাপাসিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত ২টার দিকে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামে ও পাশের বড়িবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, নিহত ওই দুইজনসহ কয়েকজন বৃহস্পতিবার রাত ২টার দিকে গরু চুরি করতে নামিলা গ্রামের এক কৃষকের বাড়িতে যান। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকেরা চিৎকার করতে শুরু করে। চিৎকার শুনে এলাকাবাসী জড়ো হয়ে তাদের ধাওয়া দেয়। এ সময় একজনকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে সেখানেই তিনি মারা যান।
অন্যজন ধাওয়া খেয়ে পাশের বড়িবাড়ি গ্রামে ধান খেতে লুকিয়ে পড়েন। তাকেও সেখান থেকে খুঁজে এনে গণপিটুনি দেওয়া হয়। পরে তিনিও মারা যান।
সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পারভেজ বলেন, এলাকায় গরু চুরি ব্যাপকভাবে বেড়েছে। তারা চুরি ঠেকাতে এলাকায় পাহারা বসিয়েছিলেন।
তিনি আরও বলেন, 'রাতে গাড়িতে করে এক কৃষকের গরু চুরি করতে কয়েকজন এসেছিল। গ্রামবাসী বিষয়টি টের পেয়ে একজোট হয়ে দুইজনকে গণপিটুনি দিয়েছে। এতে তারা মারা গেছেন। খবর পেয়ে আমি পরে ঘটনাস্থলে যাই।'
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া জানান, ওই দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।