সদরঘাট পর্যন্ত মেট্রোরেল নেওয়ার চিন্তা-ভাবনা হচ্ছে: নৌ প্রতিমন্ত্রী
সদরঘাট পর্যন্ত মেট্রোরেলের সংযোগ নেওয়ার বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, 'সদরঘাটের সঙ্গে মেট্রোরেলের কানেকশন যেন হয়, সে বিষয়েও চিন্তা-ভাবনা চলছে। ঢাকা শহরে বসবাসকারী দক্ষিণাঞ্চলবাসীও মেট্রোরেলে করে সদরঘাট আসতে পারবেন। সমন্বিত উন্নয়ন নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী। সদরঘাটও এই সুবিধা পাবে।'
তিনি আরও বলেন, 'পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে সদরঘাটের চিরায়িত চিত্র বদলে গেছে। এখানে শৃঙ্খলা ফিরে এসেছে। আগে স্পিড বোটে শ্যামপুর থেকে সদরঘাটে আসতে হয়েছে। আমি সরাসরি রাস্তা দিয়ে এখানে আসতে পারিনি। কারণ, গোলাপ শাহ মাজার থেকে এ পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে যেত। এখন পদ্মা সেতুর কারণে এখানে শৃঙ্খলা ফিরে এসেছে।'
তিনি যোগ করেন, নতুন নতুন পন্টুন ও গ্যাংওয়ে দেওয়া হয়েছে, পরিবেশ ধরে রাখার জন্য অনেক লঞ্চ মালিক ই-টিকিটিং ব্যবস্থা চালু করেছেন। কারণ, এই জায়গায় ভালো সার্ভিস দিতে না পারলে মানুষ বিমুখ হয়ে যাবে। পরিবেশ ভালো আছে, আমাদের লোকজন যথাসাধ্য চেষ্টা করছে। যাত্রী সাধারণকে সেবা দেওয়ার জন্য এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
দক্ষিণাঞ্চলের মানুষ অনেকটা পিছিয়ে ছিল উল্লেখ করে তিনি বলেন, 'তাদের তুলে আনার জন্য পায়রা বন্দর করা হয়েছে। বন্দর ও পদ্মা সেতু ওই অঞ্চলের দৃশ্য পাল্টে দিয়েছে। আগামী দিনে সদরঘাট আরও ফিটফাট হবে।