স্বর্ণের দামে নতুন রেকর্ড, প্রতি ভরি ১,১৭,৫৭৩ টাকা
দেশের বাজারে ফের স্বর্ণের দাম বেড়েছে। ২২ ক্যারেট স্বর্ণের দাম এবার ভরি প্রতি ১,৭৪৯ টাকা বেড়ে ১,১৭,৫৭৩ টাকা হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বুলিয়ন বাজারে দাম বৃদ্ধির কারণে এই সমন্বয় করা হয়েছে।
সোমবার থেকেই নতুন দর কার্যকর হবে।
বাজুস বলছে, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় স্বর্ণের নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত ৬ এপ্রিল সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১,৭৫০ টাকা বাড়িয়ে ১,১৫,৮২৪ টাকা নির্ধারণ করেছিল বাজুস।
এ বছরে সপ্তমবারের মতো স্বর্ণের দাম বাড়ালো সংস্থাটি।