জাহাজে একসঙ্গে ঈদের নামাজ পড়লেন সোমালিয়ায় জিম্মি বাংলাদেশি নাবিকরা
সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি এমভি আবদুল্লাহর ২৩ নাবিক একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। জলদস্যুদের অনুমতি নিয়ে আজ বুধবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় জাহাজেই ঈদের নামাজ আদায় করেন।
জাহাজের মালিক কেএসআরএম গ্রুপ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেন।
নাবিকদের ঈদের জামাত আদায় করার ছবিতে দেখা যায়, নাবিকেরা জাহাজের ওপর ত্রিপল বিছিয়ে ঈদের নামাজ আদায় করছেন। নাবিকরা পায়জামা, পাঞ্জাবি ও টুপি পরেছেন।
বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী টিবিএসকে বলেন, সোমালিয়ায় আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। জিম্মি নাবিকরা জাহাজে একসাথে ঈদের জামাত আদায় করেছেন। নাবিকদের কাছ থেকে আমরা এ বিষয়ে নিশ্চিত হয়েছি। জিম্মি নাবিকরা শারীরিকভাবে সুস্থ আছেন। তাদের উদ্ধার প্রক্রিয়াও বেশ অগ্রগতি রয়েছে। আশা করছি দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।
গত ১২ মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুরা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নিয়ন্ত্রণ নেয়। মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে জাহাজটি জলদস্যুদের কবলে পড়ে। জাহাজে থাকা ২৩ নাবিকের সবাই বাংলাদেশি।