সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার পাঁচ আসামি তিন দিনের রিমান্ডে
রাজধানীর সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় পাঁচ যাত্রী নিহতের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার পাঁচ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (১২ এপ্রিল) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা চৌধুরী হিমেলের আদালত শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সদরঘাট নৌ থানার উপ-পরিদর্শক নকীব অয়জুল হক আসামিদের আদালতে হাজির করেন। তিনি আদালতের কাছে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নাকচ করে আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সদরঘাট নৌ থানার উপ-পরিদর্শক নকীব অয়জুল হক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন ফারহান-৬ লঞ্চের প্রথম শ্রেণির মাস্টার আবদুর রউফ (৫৪), দ্বিতীয় শ্রেণির মাস্টার মোহাম্মদ সেলিম হাওলাদার (৫৪), লঞ্চের পরিচালক শাহরুখ খান (৭০), তাসরিফ-৪ লঞ্চের প্রথম শ্রেণির মাস্টার মিজানুর রহমান (৪৮) ও দ্বিতীয় শ্রেণির মাস্টার মো. মনিরুজ্জামান (২৭)।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় পাঁচ যাত্রী নিহত হন। এ ঘটনায় নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঢাকা নদীবন্দরের যুগ্ম-পরিচালক ইসমাইল হোসেন বাদী হয়ে ওই পাঁচজনকে আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন।