টিকিট সংকট ও ভোগান্তি এড়াতে ছুটি শেষ না করেই ঢাকা ফিরছেন মানুষ
ঈদের ছুটি শেষ না করেই ঢাকা ফিরে আসছেন গ্রামে বা ঢাকার বাইরে ঈদ উদযাপন করতে যাওয়া মানুষেরা। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, টিকিট সংকট ও ফিরতি যাত্রায় ভোগান্তি এড়াতে ছুটি হাতে রেখেই তারা ঢাকায় ফিরছেন।
বাকি ছুটি ঢাকায় পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের সঙ্গে কাটানোর পরিকল্পনা রয়েছে অনেকের।
সাধারণত ছুটি শেষ হলেও অনেকেই টিকিট না পাওয়ার কারণে দু-তিনদিন দেরিতে ঢাকা ফেরেন। এমনটা এড়াতে কেউ কেউ পহেলা বৈশাখ বাড়িতে না কাটিয়েই ঢাকামুখী হচ্ছেন।
অবশ্য ঈদের তৃতীয় দিন শনিবারও (১৩ এপ্রিল) ঢাকা ছাড়ছেন অনেকেই। বাস, রেল স্টশন ও লঞ্চঘাটে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
ঢাকায় ফিরে আসা যাত্রীরা জানান, হাতে ছুটি বাকি থাকলেও আসার টিকিট সংকটের আশঙ্কায় আগেই চলে এসেছেন তারা। এ ছুটি ঢাকাতে পরিবারের সদস্যদের নিয়ে কাটাবেন। আবার অনেকে পহেলা বৈশাখ ঢাকায় উদযাপন করতে ফিরে এসেছেন।
সিটি গ্রুপে কর্মরত পলাশ হোসেন পরিবারের চার সদস্যকে নিয়ে ঈদের ছুটি কাটিয়ে ঢাকা ফিরছেন নেত্রকণা থেকে। 'একটু স্বস্তিতে ভ্রমণ করতে একদিন আগেই ঢাকায় ফিরেছি,' বলেন তিনি।
মাদ্রাসা শিক্ষক মাহমুদুল হাসান ময়মানসিংহের গফরগাঁও থেকে ঢাকা চলে এসেছেন একই কারণে। তিনি বলেন, 'মাদ্রাসায় এখনও ছুটি শেষ হয়নি। তবে এখন ট্রেনে যাত্রীর চাপ একটু কম। এজন্য আগেই ঢাকা এলাম।'
চাঁদপুর থেকে আক্তার হোসেন ঢাকার সদরঘাটে নেমেছেন বিকেল সাড়ে তিনটায়। ঢাকায় তার আত্মীয় রয়েছে। তাদের বাড়িতে বেড়াতে যাওয়ার ইচ্ছেয় আগেই ঢাকা ফিরেছেন বলে জানান তিনি।
এদিকে সাতক্ষীরা থেকে ফেরা শিক্ষক আব্দুর রহমান বাসের টিকিট সংকট এড়াতে ছুটি শেষ হওয়ার আগেই ঢাকা ফিরেছেন।
অন্যদিকে ভোগান্তি ছাড়া ভ্রমণ করতে ঈদের তৃতীয় দিনে গ্রামের বাড়িতে যাচ্ছেন অনেক নগরবাসী।
সকাল থেকেই নির্ধারিত সময়ে ছেড়ে গেছে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের ট্রেনগুলো। বাস ও লঞ্চগুলোও ছেড়ে যাচ্ছে যথাসময়ে।