বাংলাদেশে পালিয়ে এলো মিয়ানমারের সেনা-বিজিপির আরও ৪৬ সদস্য
মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের জের ধরে দেশটির সেনা ও বিজিপির আরও ৪৬ সদস্য পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে এই ৪৬ জন পালিয়ে এসেছেন বলে জানান বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
তিনি বলেন, "রাত থেকে ভোর পর্যন্ত সীমান্তের ৪৫ ও ৪৬ নম্বর পিলারের বিভিন্ন পয়েন্ট দিয়ে নতুন করে আসা ৪৬ জনের মধ্যে মিয়ানমারের বিজিপি ও সেনা সদস্য রয়েছেন। তবে এরমধ্যে কোন বাহিনীর কত জন সদস্য, তা এখনই বলা যাচ্ছে না।"
অস্ত্র জমা নিয়ে বিজিবি তাদেরকে হেফাজতে নিয়েছে। নাইক্ষ্যংছড়ি সদরে ১১ বিজিবি হেফাজতে তাদের নিয়ে যাওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
তিনি বলেন, এর আগে মঙ্গলবার দিনে প্রবেশ করছিল ১৮ জন। এর আগে, সোমবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাড়ি সীমান্ত দিয়ে ২ সেনা সদস্য পালিয়ে আসে।
এরও আগে, রোববার টেকনাফ সীমান্ত দিয়ে পালিয়ে আসে বিজিপির আরও ১৪ জন সদস্য। ফলে নাইক্ষ্যংছড়ি সদরে ১১ বিজিবি হেফাজতে বর্তমানে ২৬০ জন রয়েছেন। ওখানে আগে থেকে ১৮০ জন আশ্রয়রত ছিলেন। যাদের মধ্যে গত ৩০ মার্চ মিয়ানমার সেনাবাহিনীর ৩ জন সদস্য নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।
এর আগে, গত ১১ মার্চ আশ্রয় নেন আরও ১৭৭ জন বিজিপি ও সেনাসদস্য।
মিয়ানমারে গৃহযুদ্ধ পরিস্থিতির কারণে এর আগে বেশ কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন আরও ৩৩০ জন। যাদেরকে গত ১৫ ফেব্রুয়ারি মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছিল।