দুবাইয়ে বৃষ্টি-বন্যার কারণে আরব আমিরাত-বাংলাদেশের মধ্যে ৯ ফ্লাইট বাতিল
সংযুক্ত আরব আমিরাতে খারাপ আবহাওয়ার কারণে দেশটি ও বাংলাদেশের মধ্যে মোট ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আজ এবং আগামীকালের জন্য এসব ফ্লাইট বাতিল করা হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) পর্যন্ত এয়ার অ্যারাবিয়ার ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এমিরেটস ও ফ্লাইদুবাই এয়ারলাইন্সের দুটি ফ্লাইটও বাতিল করা হয়েছে।
দুবাইয়ে গতকাল মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে প্রায় চার ইঞ্চি (১০) মিমি) বৃষ্টিপাত হয়েছে, যা শহরটির সারা বছরের মোট বৃষ্টিপাতের সমান।
বৃষ্টিতে দুবাইয়ের বিভিন্ন সড়ক ও ভবন পানির নিচে চলে গেছে।
সম্প্রতি বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দরের তকমা পাওয়া দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরও এ বন্যায় তলিয়ে গেছে।
ফলে আজ পর্যন্ত বিমানবন্দরটির কার্যক্রম ব্যাহত হয়েছে, বাতিল ঘোষণা করা হয়েছে বেশিরভাগ ফ্লাইট।
'একেবারে প্রয়োজন না হলে বিমানবন্দরে না আসার জন্য' মানুষজনকে পরামর্শ দিয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর।