ইউপি নির্বাচনে মন্ত্রী-এমপিদের স্বজনরা প্রার্থী হতে পারবেন না: প্রধানমন্ত্রী
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের নিকটাত্মীয় ও পরিবারের সদস্যরা প্রার্থী হতে পারবেন না বলে কঠোর নির্দেশনা দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দলীয় প্রধান।
আ. লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রীর এসব নির্দেশনা দিয়েছেন। আওয়ামী লীগের দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন দলীয় প্রধানের এসব নির্দেশনার বিষয়ে টিবিএসকে নিশ্চিত করেছেন।
দলটির সূত্রগুলো জানায়, উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দিচ্ছে না। এটা দলীয় সিদ্ধান্ত। নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতাপূর্ণ করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ যেন নির্বাচনের পরিবেশ নষ্ট করতে না পারে- সে বিষয়ে শুরু থেকে কঠোর বার্তা দেওয়া হচ্ছে দলের পক্ষ থেকে।
কিন্তু, এখন দেখা যাচ্ছে দলের প্রভাবশালী নেতা ও স্থানীয় এমপি-মন্ত্রীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় তাদের আত্মীয়-স্বজন পরিবারের সদস্যদের প্রার্থী করছেন। একারণে দলের তৃণমূলে চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। দলীয় নেতা-কর্মীদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। সংঘাত–সহিংসতা হচ্ছে। মন্ত্রী-এমপিরা প্রশাসনের উপর খবরদারি করছেন। সে কারণেই দলীয় সভাপতি শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন, এমপি-মন্ত্রীদের পরিবারের সদস্যরা নির্বাচন নির্বাচন করতে পারবেন না।