শিবনারায়ণ দাশের মরণোত্তর দেহ বিএসএমএমইউতে হস্তান্তর
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের কাছে জাতীয় পতাকার মূল নকশাকার শিবনারায়ণ দাশের (৭৫) মরণোত্তর দেহ হস্তান্তর করা হয়েছে।
আজ রবিবার বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু মরদেহটি বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগে সংরক্ষণ এবং শিক্ষক প্রশিক্ষণ ও গবেষণার কাজে ব্যবহারের আবেদনপত্রটি গ্রহণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক উপস্থিত ছিলেন।
এর আগে মরদেহের এমবামিং প্রক্রিয়ার শুরুতে অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানুর পরিচালনায় এবং বিভাগের সব শিক্ষক, কর্মচারী ও রেসিডেন্টদের অংশগ্রহণে মরদেহের যথোচিত সম্মান ও পবিত্রতা রক্ষার জন্য শপথ গ্রহণ করা হয়।
উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক এ ধরনের উদ্যোগের প্রশংসা এবং শিবনারায়ণ দাশের ছেলে অর্ণব আদিত্য দাশসহ পরিবারের সকলের প্রতি এই ত্যাগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, 'শিবনারায়ণ দাশ তার চোখের দু'টি কর্ণিয়া দান করে গেছেন। সেই কর্ণিয়া দিয়ে দু'জন মানুষের চোখে সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। তিনি একজন মহান ব্যক্তিত্ব। তার এই দানে আমি অভিভূত ও গর্বিত বোধ করছি।'
তিনি আরও বলেন, 'মরদেহটি প্ল্যাস্টিনেশন পদ্ধতিতে সংরক্ষণ করা হবে। এই দেহ দানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশিক্ষণ নেওয়ার ক্ষেত্রে উপকৃত হবেন।'