গত ৫ বছরে সংসদ সদস্যদের চেয়ে উপজেলা চেয়ারম্যানদের সম্পদ বেশি বেড়েছে: টিআইবি
বহু উপজেলা পরিষদের চেয়ারম্যান অস্থাবর সম্পদ বৃদ্ধির দিক থেকে সংসদ সদস্যদের ছাড়িয়ে গেছেন। গত পাঁচ বছরে সংসদ সদস্যদের সম্পদ বৃদ্ধির হারের চেয়ে তাদের সম্পদ বৃদ্ধির হার বেশি। সোমবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) রাজধানীর ধানমন্ডিতে তাদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেছে।
টিআইবির প্রতিবেদনে বলা হয়, গাইবান্ধার ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান জিএম সেলিম পারভেজের সম্পদ বৃদ্ধির হার ৪২০০ শতাংশ, যেখানে একজন সংসদ সদস্যের সম্পদ বৃদ্ধির হার সর্বোচ্চ ৩০৬৫ শতাংশ।
সেলিম পারভেজ ছাড়াও আরও পাঁচজন উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও নারী ভাইস-চেয়ারম্যানের অস্থাবর সম্পদ বৃদ্ধির হার ১০০০ শতাংশেরও বেশি।
আগামী ৮ মে অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনের প্রথম ধাপের এক হাজার ৬০০ প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য তুলে ধরেছে সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের মোট ৫৬০ জন চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে ৯৪ জনই কোটিপতি, যা গত নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীর তিনগুণ।
টিআইবির প্রতিবেদনে আরও বলা হয়, চেয়ারম্যান প্রার্থীদের ৭০ শতাংশই ব্যবসায়ী।