দেশের ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ চলছে
দেশের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের ৫৯টি জেলার ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ চলছে।
সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
আজ প্রথম ধাপে ৪৯৫টি উপজেলার মধ্যে ১৩৯টিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে ২২টি উপজেলায় ভোটগ্রহণ চলছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
প্রথম ধাপে ১৫২টি উপজেলার তফসিল ঘোষণা করা হয়। কিন্তু এরপর নানান কারণে যেমন— স্থগিত হওয়া, ধাপ পরিবর্তন ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হওয়ার কারণে ১৩টি উপজেলা বাদ পড়েছে। ফলে আজ প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় নির্বাচন হচ্ছে।
এতে মোট ১৬৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান ৬২৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রার্থী রয়েছেন।
এই ধাপে ৫ উপজেলায় সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান ৮ জন ও ১০ জন ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান রয়েছেন ১০ জন।
দেশের বিভিন্ন উপজেলায় ভোটগ্রহণের সর্বশেষ পরিস্থিতি:
বেলা ১:৩০ মিনিট, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে এক ভাইস চেয়ারম্যান প্রার্থী ও তার সমর্থকদের জাল ভোট দিতে না দেওয়ার অভিযোগে পোলিং অফিসারকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (০৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে কেন্দ্রটিতে কিছুটা ধীরগতিতে চলছে ভোটগ্রহণ।
এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২,৯৯০টি। এরমধ্যে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ২৪২টি।
রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার পলাশ মজুমদার জানান, "বেলা ১১টার দিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হুমায়ূন কবির (চশমা প্রতীক) তার কয়েকজন সমর্থক নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। এরপর তার সমর্থকরা জাল ভোট দিতে চাইলে কর্মরত পোলিং অফিসার ফয়সাল ইসলাম বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রার্থীর সমর্থকরা পোলিং অফিসারকে চড়-থাপ্পড় মারতে থাকেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।"
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, "ওই কেন্দ্রের পরিস্থিতি
এখন শান্ত রয়েছে। পোলিং অফিসারকে মারধরে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।"
এদিকে, একই জেলার সরাইল উপজেলায় অন্যের ব্যালট পেপারে পোলিং এজেন্টের সিল মারা এবং পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটারদেরকে প্ররোচিত করার দায়ে ৩ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০৮ মে) দুপুরে সরাইল উপজেলার কাটানিশার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সরাইল উপজেলার কাটানিশার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পোলিং এজেন্ট শাকির মিয়া (৩৯) ও হৃদয় মিয়া (২৮) এবং একই কেন্দ্রের বাইরে অবস্থান নেওয়া যুবক মো. রাকিব হোসেন (২৪)।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দুপুর ১টা, বগুড়া
ভোটে অনিয়মের অভিযোগে বগুড়ার সোনারায় উচ্চ বিদ্যালয় কেন্দ্র দুই ভোটগ্রহণকারী কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া, কুসুমকলি কেন্দ্র থেকে প্রিজাইডিং কর্মকর্তাসহ দুজন আটক হয়েছেন।
আজ বুধবার বেলা ১২টার দিকে বগুড়ার গাবতলী উপজেলায় এই ঘটনা ঘটেছে।
সোনারায় উচ্চ বিদ্যালয়ে অব্যাহতি পাওয়া দুইজন হলেন সরকারি প্রিজাইডিং কর্মকর্তা হাফিজুর রহমান ও তারিকুল ইসলাম।
সোনারায় উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা এটিএম আমিনুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোটগ্রহণে অনিয়মের অভিযোগে হাফিজুর ও তরিকুল নামে দুই সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় নির্বাচন কমিশন পরবর্তী ব্যবস্থা নেবে।
একই উপজেলায় ভোট কারচুপির জন্য ব্যালট পেপার কেন্দ্রের বাইরে পাঠানোর অভিযোগে প্রিজাইডিং অফিসার শাজাহান আলম ও এক প্রার্থীর এজেন্ট সাবেক ইউপি সদস্য এরশাদ আলী আটক হন।
আটকদের বিষয়টি নিশ্চিত করেছেন এই এলাকায় আইন-শৃঙ্খলার দায়িত্ব থাকা বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
সকাল ১১:১৫ মিনিট, কুষ্টিয়া
কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলা পরিষদে ভোটগ্রহণ চলছে। দুই উপজেলায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। তবে সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি একেবারেই কম রয়েছে।
প্রার্থীদের আশা, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আরও বাড়বে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলে নিজেদের জয়ের বিষয়েও তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
এবার জেলার দুইটি উপজেলা- কুষ্টিয়া সদরে ২ জন এবং খোকসায় ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণার সময় হামলার শিকার হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সদর উপজেলার মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আবু আহাদ আল মামুন। ভোটকেন্দ্রে তার কোনো এজেন্ট দেখা যায়নি।
১টি পৌরসভা ১৩ ইউনিয়ন নিয়ে সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২১ হাজার ৭৩ জন এবং ভোট কেন্দ্রের সংখ্যা ১৪৫টি।
অপরদিকে, ১ টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন নিয়ে খোকসা উপজেলা পরিষদে মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৮০৯ জন। এখানে কেন্দ্রের সংখ্যা ৫০টি।
সকাল ১১টা, মুন্সিগঞ্জ
সকাল থেকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার প্রতিটি কেন্দ্রেই থেমে থেমে উপস্থিত হতে দেখা যাচ্ছে নারী ও পুরুষ ভোটারদের। দলীয় প্রতীকছাড়া একাধিক প্রার্থী থাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ভোটগ্রহণ।
নির্বাচনে শৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে ৪ স্তরের নিরাপত্তা। আনসার-পুলিশের পাশাপাশি নিয়োজিত রয়েছেন র্যাব ও বিজিবির সদস্যরা। মাঠে কাজ করছে মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্সসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. লিটন মিয়া জানান,সুষ্ঠু ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে প্রস্তুত নির্বাচন কমিশন। এছাড়া, ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বৃদ্ধি করতে, ভোটারদের নিরাপত্তার স্বার্থে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
তবে, কোনো প্রার্থী কিংবা তার সমর্থকরা ভোট কেন্দ্রে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে নির্বাচন স্থগিত করাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেবে কমিশন।
যেহেতু ৬০টি ভোটকেন্দ্রের মধ্যে অধিকাংশ ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, ফলে অতীতের উপজেলা পরিষদ নির্বাচনে ঘটে যাওয়া বিশৃঙ্খলার ঘটনা বিবেচনা করে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে।
এছাড়া, ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা এড়াতে সাদা পোশাকের পাশাপাশি গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খ বাহিনীর একাধিক টিম গঠন করে মোতায়ন করা হয়েছে। এর পাশপাশি কাজ করছে পুলিশ ও আনসারসহ দেড় হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
উপজেলার ৮টি ইউনিয়নের ৬০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে।
সকাল ১০টা, কুমিল্লা
সকাল ৮টায় কুমিল্লার লাকসাম উপজেলার নরপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হলেও সেখানে খুব বেশি ভোটারের উপস্থিতি দেখা যায়নি। জেলার অন্যান্য ভোটকেন্দ্রের মতো এই কেন্দ্রের বাইরেও ছিলনা মানুষের জটলা।
একটু পরপর মোবাইল টিম কেন্দ্র ঘুরে যেতে দেখা গেছে। বাইরে র্যাবের টহল চলছে।
কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আনোয়ারুল আজিম বলেন, "এখানে মোট ভোটার ২,৫৬০জন। সব বুথে কিছু ভোট পড়েছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারও বাড়বে বলে আশা করি।"
প্রথম ধাপে কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ এবং মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সকাল ৯:৪০ মিনিট, রাজশাহী
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিয়ানাবোনা কেন্দ্রে ভোট দিয়েছেন ৯২ বছর বয়সী উজুফা বেওয়া।
লাঠিতে ভর দিয়ে কেন্দ্রের বাইরে যাওয়ার সময় উজুফা বলেন, "ভোট দিতে পেরে আমরা খুশি। আমি যাকে ভোট দিয়েছি তিনিই জয়ী হবেন।"
সকাল ৯টা, লক্ষ্মীপুর-বরিশাল
আগের রাতে বৃষ্টির কারণে লক্ষ্মীপুর ও বরিশালের বিভিন্ন উপজেলার ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি কম দেখা গেছে।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলায় সকাল ৮টা থেকেই ভোটগ্রহণ শুরু হয়।
অন্যদিকে, বরিশালের সদর উপজেলা ও বাকেরগঞ্জে ভোটগ্রহণ চলছে।
এসব কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররাও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ার আশা করছেন।
লক্ষীপুরের কমলনগর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া এ উপজেলায় ৪ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন।
রামগতি উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ১০ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।
রামগতি ও কমলনগর মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৪ হাজার ৯শত ৭৩জন। এরমধ্যে পুরুষ- ২ লাখ ২ হাজার ৬০ জন এবং নারী- ১লাখ ৮২ হাজার ৯ শত ১২জন।
অন্যদিকে, বরিশালের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, দুই উপজেলায় ৬ জন হিজড়াসহ মোট ভোটার ৪ লাখ ৯৬ হাজার ৫০১ জন। এরমধ্যে বরিশাল সদর উপজেলায় ৬৮টি ভোট কেন্দ্রে এক লাখ ৯৫ হাজার ২৯৯ ভোটার ভোট দেবেন। আর বাকেরগঞ্জ উপজেলার ১১৩টি ভোট কেন্দ্রে ৩ লাখ এক হাজার ২০২ জন ভোটার ভোটা দেবেন।
বরিশাল সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন; ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে, বাকেরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।