শহরে সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিতে চলবে মোটরসাইকেল
সিটি কর্পোরেশন, পৌরসভা ও জেলা সদরে সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিতে মোটরসাইকেল চলতে পারবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
বিভাগের জারিকৃত 'মোটরযানের গতিসীমা নির্দেশিকা, ২০২৪'- এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া, সড়কভেদে প্রাইভেট কার ও বাসের সর্বোচ্চ গতি নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ৮০ কিলোমিটার এবং মোটরসাইকেলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার।
এছাড়া, এক্সপ্রেসওয়ে ও জাতীয় মহাসড়কে থ্রি হুইলার নিষিদ্ধ করা হয়েছে। তবে অনুমতি সাপেক্ষে সিটি কর্পোরেশন ও উপজেলা শহরসহ কিছু কিছু সড়কে থ্রি হুইলার চলতে পারবে বলে উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়।