উপজেলা নির্বাচনের প্রথম ৪ ঘণ্টায় ১৫-২০ শতাংশ ভোট পড়েছে: ইসি
উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আজ বুধবার ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর দুপুর ১২টা পর্যন্ত ১৫ থেকে ২০ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা নির্বাচন কমিশনের (ইসি)। এদিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।
বুধবার রাজবানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম এ কথা বলেন।
তিনি বলেন, 'প্রথম ধাপে ১৩৯টি উপজেলার ভোটগ্রহণ চলছে। দুপুর ১২টা পর্যন্ত একেকটি অঞ্চলে ভোট প্রদানের হার একেক রকম। ফলে গড়ে কত শতাংশ ভোট পড়েছে, তা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তথ্য পর্যবেক্ষণ করে দেখছি বিভিন্ন অঞ্চলে গড়ে ১৫ থেকে ২০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।'
প্রকৃত সংখ্যা আরো পরে পাওয়া যাবে বলে জানান তিনি।
জাহাংগীর আলম বলেন, 'কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। কিছু এলাকায় ঝড়বৃষ্টির কারণে গত রাত থেকে বিদ্যুৎ নেই। ফলে দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি প্রত্যাশার চেয়ে কম। আমাদের দেশে সবসময় দেখি দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত ভোট পড়ার হার বেশি থাকে। কাজ থেকে ফিরে এ সময় অনেকেই ভোট দিতে আসেন।'
তিনি বলেন, 'কোথাও বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা যেখানে ঘটেছে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিয়েছে। খাগড়াছড়ি জেলার লক্ষ্মীপুর উপজেলার একটি ভোটকেন্দ্রের বাইরে গন্ডগোল হওয়ায় ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়া কোথাও ভোটগ্রহণ বন্ধ হয়নি। বগুড়ায় একটি ভোটকেন্দ্রে অবৈধভাবে ভোট দিতে সহায়তা করার অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে।'
উল্লেখ্য, প্রথম ধাপে দেশের ১৩৯টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হবে। এদিকে এ নির্বাচনে তিনটি পদে ২৮ জন বিনাভোটে নির্বাচিত হয়েছেন।