সাতক্ষীরায় আম সংগ্রহ মৌসুম শুরু
গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে জেলা প্রশাসনের দেওয়া নির্ধারিত সময়ানুযায়ী আজ বৃহস্পতিবার (৯ মে) সকালে সাতক্ষীরায় আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
এসময় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা কুখরালীর আমচাষীর মোকছেদ মোড়লের আম বাগানে আম সংগ্রহের উদ্বোধন করেন জেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম।
সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক ইকবল আহমেদ, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেনে,উপ-সহকারী কৃষি অফিসার ইয়াসির আরাফাত, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীসহ আরও অনেকে।
উল্লেখ্য, বাংলাদেশের সাতক্ষীরার আমের কদর রয়েছে বিশ্বজুড়ে। তাই গুণগত মানসম্পন্ন আম সরবরাহে সাতক্ষীরা জেলা প্রশাসন বেধে দিয়েছে আম সংগ্রহের নির্ধারিত সময়। জাতভেদে গাছ থেকে আম সংগ্রহের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তৈরি করা হয়েছে 'আম সংগ্রহ ও বাজার জাতকরণ ক্যালেন্ডার'।
তবে ক্যালেন্ডার অনুযায়ী এক সপ্তাহ এগিয়ে: ৯মে গোপালভোগ, বোম্বাই, গোপালখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম; ১১ মে গোবিন্দভোগ; ২২ মে হিমসাগর; ২৯ মে ন্যাংড়া আম এবং ১০ জুন আম্রপালি আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে।