ফাঁসির আসামিকে কনডেম সেলে না রাখার হাইকোর্টের রায় স্থগিত আপিল বিভাগের
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলার সম্পূর্ণ নিষ্পত্তির আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কনডেম সেলে (অন্ধ প্রকোষ্ঠ) আটকে রাখা অবৈধ ও বেআইনি ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় আগামী ২৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার কোর্ট।
একইসাথে এই সময়ের মধ্যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল দায়ের করতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি নিয়ে বুধবার (১৫ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। অপরপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
গত মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
উল্লেখ্য, গত সোমবার (১৩ মে) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা নিষ্পত্তি হওয়ার আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারের কনডেম সেলে আটকে রাখা অবৈধ ও বেআইনি ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।
একইসঙ্গে চূড়ান্ত আপিল নিষ্পত্তি না হওয়া বিভিন্ন মামলায় মৃতুদণ্ড পাওয়া কারাবন্দিদের সাধারণ বন্দিদের মতো কারাগারে সুযোগ-সুবিধা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।
২০২২ সালের ৩ সেপ্টেম্বর মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কনডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছিল।
পরের বছরের ৫ এপ্রিল হাইকোর্ট কর্তৃপক্ষকে ব্যাখ্যা দিতে বলেছিলেন, কেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও রিভিউ আবেদন নিষ্পত্তি করার আগে কনডেম সেলে রাখা অবৈধ ঘোষণা করা উচিত নয়।
ওই বছরেরই ১২ ডিসেম্বর মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কনডেম সেলে বন্দি রাখা কেন বেআইনি হবে না এবং জেলকোডের ৯৮০ বিধি কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এই মর্মে জারি করা রুলের শুনানি শেষ হয়।