ঈদুল আজহার জন্য ১ কোটি ২৯ লাখ পশু প্রস্তুত: প্রাণিসম্পদমন্ত্রী
আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য ১ কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি পশু প্রস্তুত আছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান।
বৃহস্পতিবার (১৬ মে) বিকালে রাজধানীর ফার্মগেটে প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং কোরবানি পশুর পরিবহন নিশ্চিতে আন্তঃমন্ত্রণালয়ে সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
এসময় মন্ত্রী বলেন, কোরবানির জন্য ৫৩ লাখ ৬০ হাজার ৭১৬টি গরু ও মহিষ, ৭৬ লাখ ১৭ হাজার ৮০১টি ছাগল-ভেড়া, এক হাজার ৮৫০টি অন্যান্য প্রজাতির প্রাণী প্রস্তুত আছে।
তিনি বলেন, 'আমাদের অধিদপ্তরের কর্মীরা জরিপ ও তথ্য সংগ্রহ করেছে। সে আলোকেই আমরা সংখ্যা নির্ধারণ করেছি।'
তিনি আরও বলেন, 'এবার যাচাই-বাছাইয়ের মাধ্যমে পরিসংখ্যান তৈরি করা হয়েছে। ফলে চাহিদা ও যোগানে বেশি পার্থক্য থাকবে না। তাই দাম সাধ্যের মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে।'