তাপপ্রবাহের সময় স্কুলগুলোকে সমাবেশ বন্ধ রাখাসহ যেসব নির্দেশনা দিল সরকার
গত মাসে তীব্র তাপপ্রবাহের কারণে গত ২১ এপ্রিল থেকে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এক সপ্তাহ বন্ধ থাকার পর ২৮ এপ্রিল একদিন ক্লাস হলেও গরমের কারণে ২ মে পর্যন্ত আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। গত ৫ মে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়।
তাপপ্রবাহের সময় মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোকে মেনে চলার জন্য বেশ কিছু নির্দেশনা জারি করেছে সরকার।
গতকাল রবিবার (১৯ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এসব নির্দেশনা জারি করে।
যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো হলো-
- পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুলে সমাবেশ (অ্যাসেম্বলি) বন্ধ রাখা;
- শ্রেণি কার্যক্রম চলাকালে শ্রেণিকক্ষের জানালা-দরজা খোলা রাখা;
- ফ্যান বা শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা চালু রাখা;
- শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা।
- স্কুলগুলোকে নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর সঙ্গে যোগাযোগ রাখা, যেন কোনো শিক্ষক-শিক্ষার্থী বা কর্মচারী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে চিকিৎসার ব্যবস্থা করা যায়;
- স্কুলে প্রয়োজনীয় খাওয়ার স্যালাইন রাখা এবং
- বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা যেন যথাসম্ভব সূর্যের আলো থেকে নিজেদের দূরে রাখে, সেটি নিশ্চিত করা।
গত মাসে তীব্র তাপপ্রবাহের কারণে গত ২১ এপ্রিল থেকে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এক সপ্তাহ বন্ধ থাকার পর ২৮ এপ্রিল একদিন ক্লাস হলেও গরমের কারণে ২ মে পর্যন্ত আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। গত ৫ মে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়।