খুলনায় আওয়ামী লীগ নেতাকে খুন করে ভারতে পালান ‘কসাই জিহাদ’
কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে জিহাদ হাওলাদার (২৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। পেশায় কসাই জিহাদের খুলনায় আওয়ামী লীগ নেতাকে হত্যাসহ বাংলাদেশে অপরাধমূলক কাজ করার রেকর্ড রয়েছে।
শুক্রবার (২৪ মে) জিহাদকে ১২ দিনের রিমান্ড দিয়েছেন ভারতের বারাসাতের আদালত।
ঢাকার ডিবি পুলিশের ভাষ্যমতে, জিহাদকে মুম্বাই থেকে ভাড়া করেছিলেন এমপি আনার হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন আক্তারুজ্জামান শাহীন। কলকাতার একটি অ্যাপার্টমেন্ট থেকে এমপি আনারের মরদেহ সহজে সরানোর জন্য তার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ কেটে টুকরো করার দায়িত্ব দেওয়া হয়েছিল জিহাদকে।
স্থানীয়রা জানান, খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের জয়নাল হাওলাদারের ছেলে জিহাদ চার ভাইয়ের মধ্যে সবার ছোট। গ্রামের বাড়িতে তার স্ত্রী ও একটি ছোট ছেলে রয়েছে।
তারা জানান, গত দেড় বছর ধরে জিহাদ ভারতে রয়েছেন। পরিবারের সদস্যরা জানে, সেখানে তিনি রং মিস্ত্রীর কাজ করেন।
জিহাদের বিরুদ্ধে আগে একটি ডাকাতি মামলা আছে। এছাড়া সম্প্রতি তাকে শেখ আনসার আলী হত্যামামলায় অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ।
২০২৩ সালের ২৪ মার্চ খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানার শিরোমনি লিন্ডা ক্লিনিকের সামনে গুলি করে হত্যা করা হয় শেখ আনসার আলীকে। তিনি দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ছিলেন।
ওই মামলার তদন্ত কর্মকর্তা (বর্তমানে কেএমপির লবনচরা থানার তদন্ত পরিদর্শক) পলাশ কুমার দাস টিবিএসকে বলেন, 'এই হত্যাকাণ্ডে মূলত অংশ নিয়েছিলেন তিনজন। তারা হলেন: জিহাদ, রফিক ও বিল্লাল। তারা মোটরসাইকেলে করে এসে গুলি তাকে হত্যা করে পালিয়ে যান।'
জিহাদের বিষয়ে তিনি বলেন, 'হত্যামামলার এজাহারে জিহাদের নাম ছিল না। তবে তদন্তে পাওয়া গিয়েছিল, তিনি কিলিং মিশনের অন্যতম সদস্য ছিলেন। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক রয়েছেন।'
এলাকাবাসী ও স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বারাকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেনের পরিবারের সঙ্গে রাজনৈতিক বিরোধের জের ধরে আনসারকে খুন করা হয়েছে। আর জাজির হোসেন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের হাতে খুন হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
জহির হোসেন হত্যাকাণ্ডে আনসার প্রধান সন্দেহভাজন এবং জিহাদ সাবেক ইউপি চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলে জানান স্থানীয়রা।