ছবিতে দেখুন: ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ
প্রবল ঘূর্ণিঝড় রিমাল রবিবার (২৬ মে) রাতে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করতে পারে।
ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আজ রাতে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ায় ১২০ কিলোমিটার (৭৫ মাইল) গতিতে আঘাত হানতে পারে। এসময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ১৩৫ কিলোমিটারে পৌঁছাতে পারে।
এর প্রভাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় নিম্নাঞ্চল প্রায় ১ মিটার (৩.১ ফুট) উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিব্বুর রহমান বলেছেন, দেশের উপকূলীয় অঞ্চলের মানুষদের চার হাজার ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে।
সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব অঞ্চলের সব স্কুল বন্ধ থাকবে।