ঘূর্ণিঝড় রিমাল: বিকাল ৩টায়ও খুলনা, বরিশাল বিভাগে ১০০ কিমি গতিবেগে বাতাস বইছিল
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক এবং আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, সর্বশেষ খবর অনুযায়ী ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ সোমবার বিকাল ৩টায়ও খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে ১০০ কিলোমিটার গতিবেগে বাতাস বইছিল। অর্থাৎ, গতকাল রবিবার রাতে যে গতিবেগে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হেনেছিল, এখনও তার প্রায় কাছাকাছি গতিবেগে বাতাস বইছে।
এই আবহাওয়াবিদ জানান, ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের কলকাতা শহরে অবস্থিত রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ও বরিশাল বিভাগের পিরোজপুর, বরগুনা জেলার একাধিক উপজেলার ওপর দিয়ে আজ দুপুর ৩ টায় ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগের বাতাস বইছিল।
মোস্তফা কামাল পলাশ আরও জানান, বাংলাদেশের ওপর দিয়ে আরও একদিন ঘণ্টায় ৫০ কিলোমিটারেরও বেশি গতিবেগে বাতাসের প্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা খুব বেশি। এছাড়াও আরও ২৪ ঘণ্টা উপকূলীয় এলাকাগুলো স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৬ ফুট উঁচু জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমাল রোববার (২৬ মে) রাত ৮টার দিকে বাংলাদেশের উপকূলে আঘাত হানে। রাত ৮টার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মোংলার দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম করতে আরম্ভ করে।
এ ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনাসহ উপকূলের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া বয়ে যায়। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ থেকে ১২০ কিলোমিটার। এর প্রভাবে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলোচ্ছ্বাসের।