দুদকে হাজির হতে ২৩ জুন পর্যন্ত সময় পেলেন বেনজীর
নিজের ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ আয় বহির্ভূত সম্পদের বিষয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য সময় পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
বৃহস্পতিবার (৬ জুন) দুদুক কার্যালয়ে হাজির হওয়ার কথা থাকলেও তার আইনজীবী আরো সময় চেয়ে আবেদন করলে সেটি মঞ্জুর করে আগামী ২৩ জুন তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে দুদকের অনুসন্ধান টিম।
দুদক থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেনজীর আহমেদ এর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের একটি অনুসন্ধানকারী দলের অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবে তার ব্যক্তিগত শুনানির দিন ০৬ জুন নির্ধারিত ছিল। কিন্তু তিনি শুনানিতে উপস্থিত না হওয়ায় ব্যক্তিগত শুনানির জন্য পরবর্তী তারিখ ২৩ জুন ধার্য করা হয়েছে।
দুদকের একজন কর্মকর্তা টিবিএসকে জানিয়েছেন, আগামী ২৩ জুন বেনজীর আহমেদ আত্মপক্ষ সমর্থন করে দুদকে হাজির না হলে তার বক্তব্য শোনার জন্য আইন অনুযায়ী দুদক তাকে আর কোনো সময় দেবে না। আইন অনুযায়ী তাকে সর্বোচ্চ সময় দেয়া হয়েছে।
তিনি বলেন, আগামী ২৩ জুন বেনজীর হাজির না হলে অনুসন্ধান দল ধরে নেবে তার বিরুদ্ধে আসা অভিযোগগুলোর বিষয়ে তার কোনো বক্তব্য নেই এবং সকল অভিযোগ সত্য হিসেবে আমলে নিয়ে অনুসন্ধান দল পরবর্তী আইনি কার্যক্রম পরিচালনা করবে। সে অনুযায়ী আনুষ্ঠানিকভাবে দুদক তার বিরুদ্ধে মামলা করবে।
সম্প্রতি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ ওঠে। তিনি ও তার পরিবারের সদস্যদের নামে বিপুল সম্পদের তথ্য তুলে ধরে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সম্পদ অনুসন্ধানের দাবি ওঠে।
এরপর তার আয়বহির্ভূত সম্পদ অনুসন্ধান করতে নামে দুদক। অনুসন্ধানে বেনজীরের বিপুল সম্পত্তির খোঁজ পায় সংস্থাটি। এরপর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের নামে থাকা বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকায় ফ্ল্যাট ও কোম্পানির শেয়ার ক্রোক করার নির্দেশ দেন আদালত।
দুদক এখন পর্যন্ত বেনজীর ও তার পরিবারের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে ৬২১ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার, গুলশানে ৪টি ফ্ল্যাট, ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব এবং ৩টি বিও অ্যাকাউন্ট (শেয়ার ব্যবসার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) খুঁজে পেয়েছে। আদালতের আদেশে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে।