বাগেরহাটে টিসিবির ৫৪০ লিটার সয়াবিন তেলসহ আটক ১
বাগেরহাটের মোল্লাহাটে 'কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে' লুকিয়ে রাখা ৩০ কার্টন সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুন) সকালে উপজেলার চুলখোলা গ্রামের একটি বাড়ি থেকে টিসিবির বিক্রয়-নিষিদ্ধ এসব ভোজ্যতেল উদ্ধার করা হয়।
এ সময় বাড়ির মালিক আশিকুর রহমানকে আটক করে পুলিশ। আশিকুর চুলখোলা গ্রামের বাদশার ছেলে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম বলেন, 'মেসার্স শিকদার এন্টারপ্রাইজ-এর ডিলার শিকদার সাবরাজ ন্যায্যমূল্যে বিক্রির কথা বলে টিসিবির তেল উত্তোলন করে। পরে গোপনে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে চুলখোলা গ্রামের চায়ের দোকানদার আশিকুর রহমানের বাড়িতে এসব তেল রেখেছিল।'
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোট ৫৪০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয় বলে জানান তিনি।
আটক আশিকুর রহমান পুলিশকে জানায়, তার বাড়িতে রাখা মজুত করা তেল দুইদিন পর শিকদার সাবরাজের নিয়ে যাওয়ার কথা ছিল।
ওসি আরও জানান, এ ঘটনায় আশিকুর রহমান ও শিকদার সাবরাজসহ আরও অজ্ঞাত ৪–৫ জনকে আসামি করে মোল্লাহাট থানায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে।
আটক আশিকুর রহমানকে এ দিন বিকেলে বাগেরহাট আদালতে পাঠোনো হয়েছে।