এমপি আজীম হত্যায় নেপালে গ্রেফতারকৃত সিয়াম কলকাতা সিআইডির হেফাজতে: ডিএমপি কমিশনার
সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যায় নেপালে গ্রেফতারকৃত সিয়াম হোসেনকে হেফাজতে নিয়েছে কলকাতা সিআইডি। আজ (শুক্রবার) রাজধানীর মিন্টো রোডে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান এই কথা জানান।
হাবিবুর রহমান বলেন, "নেপালে গ্রেপ্তার সিয়াম এখন কলকাতা সিআইডির হেফাজতে আছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। দুই দেশের তদন্ত ও সমঝোতার ভিত্তিতে মামলার বিচার সম্পন্ন হবে।"
এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ গত ৪ জুন নেপাল থেকে ফিরে সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন, "সিয়াম নেপালে গ্রেপ্তার হয়েছে। তাকে ভারতীয় পুলিশও জিজ্ঞাসাবাদের জন্য নিতে চায়। তাকে কোন দেশের হাতে দেওয়া হবে তা নেপাল পুলিশের ওপর নির্ভর করছে।"
এর আগে ৩০ মে কলকাতায় কলকাতা থেকে বাংলাদেশে ফিরেন হারুন অর রশীদ। এক্ষেত্রে সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হওয়া মাংসের টুকরোগুলো আনারের বলে ধারণা করেন তিনি।
মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, "যেসব তথ্য উপাত্ত সংগ্রহ করতে কলকাতা গিয়েছি, তা পেয়েছি। আলামত উদ্ধারসহ বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করায় আনার হত্যার তদন্ত অনেকটাই এগিয়েছে। ফরেনসিক রিপোর্ট পেলেই তা নিশ্চিত হওয়া যাবে।"