বাজেট নিয়ে সিপিডি-টিআইবি কী বলল, তাতে মাথাব্যথা নেই: কাদের
২০২৪–২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিক্রিয়া নিয়ে সরকার উদ্বিগ্ন নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (৮ জুন) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'মানুষের অপ্রদর্শিত অর্থ ব্যাংকে আনার ব্যবস্থা করছি। ব্যাংকে আসলে করের সুবিধা আরও বাড়বে। এখন সিপিডি বা টিআইবি বা সুজন কী বলল, তা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।'
সরকার আগামী অর্থবছরে ১৫ শতাংশ কর দিয়ে অবৈধপথে উপার্জিত সম্পদ বৈধ করার নীতি রাখতে পারে।
এ বিধানের সমালোচনা করে সিপিডি বলেছে, এটি ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারের সঙ্গে সাংঘর্ষিক। অন্যদিকে টিআইবি বাজেটের এ প্রস্তাবকে 'অসাংবিধানিক' এবং 'দুর্নীতিবান্ধব' বলে অভিহিত করেছে।
এর প্রতিক্রিয়ায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, 'তারা সবাই বিএনপির বক্তব্যের প্রতিধ্বনি করে। তাদের কথা তাদের কাজের সাথে মেলে না।'