বাজেট ২০২৪–২৫: রোববার প্রতিক্রিয়া জানাবে বিএনপি
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে রোববার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা সংবাদ সম্মেলন করে বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন।
রোববার (৯ জুন) বিকাল ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
একই দিন বাজেট নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়া জানান ফখরুল ইসলাম আলমগীর। প্রস্তাবিত বাজেটকে 'বাংলাদেশবিরোধী' আখ্যায়িত করে তিনি বলেন, এতে [বাজেটে] ক্ষমতাসীন দলসমর্থিত লুটেরাদের সরকারি অর্থ আত্মসাতের নতুন পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, 'সরকার লুটপাটকারী হয়ে গেছে। এই লুটেরাদের প্রণীত বাজেটটি লুণ্ঠনকে আরও প্রশ্রয় দেওয়ার লক্ষ্যে করা হয়েছে বলে মনে হচ্ছে। আমি বিশ্বাস করি, বাজেটে (জনগণের অর্থ) আত্মসাতের জন্য নতুন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।'
প্রস্তাবিত ব্যয় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি উল্লেখ করে ফখরুল সতর্ক করে বলেন, এই ভারসাম্যহীনতা কেবল জনদুর্ভোগকে আরও তীব্র করবে এবং তাদের বোঝা বাড়াবে।
সরকার ব্যয় মেটাতে জনগণের পকেট কাটবে বলেও আশঙ্কা প্রকাশ করেন বিএনপির এই নেতা।