শিল্প এলাকায় আগামী ১৪, ১৫ ও ১৬ জুন ব্যাংক খোলা থাকবে
তৈরি পোশাক শ্রমিকদের বেতন, ঈদ বোনাস, ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম পরিশোধের সুবিধার্থে শিল্পাঞ্চলে আগামী ১৪, ১৫ ও ১৬ জুন ব্যাংক খোলা রাখতে বলা হয়েছে।
রোববার (৯ জুন) বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে তফসিলি ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিয়েছে।
ঢাকা মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্প এলাকায় এই তিন দিন পূর্ণদিবস ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
অন্যদিকে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার বিভিন্ন ব্যাংকের শাখা ও এটিএম বুথ ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
আগামী ১৭ জুন বাংলাদেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। তাই ১৬-১৮ তারিখ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
পৃথক এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের ছুটি শেষে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।
বর্তমানে ব্যাংকগুলোর অফিস সময় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।