ইউটিউবে কোকা-কোলার বিতর্কিত বিজ্ঞাপন নিয়ে বিভ্রান্তি
কোমলা পানীয় কোকা-কোলা ইসরায়েলি পণ্য নয় উল্লেখ করে কোকা-কোলা বাংলাদেশের তৈরি করা একটি বিজ্ঞাপন সম্প্রতি তুমুল বিতর্কের মুখে পড়ে।
ইসরায়েলের সঙ্গে কোকা-কোলার সংযোগের অভিযোগে বাংলাদেশে 'বয়কটের' আহ্বানের মুখে থাকা ব্র্যান্ডটির এ বিজ্ঞাপন প্রচারের পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীর বিজ্ঞাপনটির তীব্র সমালোচনা করেন।
এ অবস্থায় মঙ্গলবার (১১ জুন) দুপুরে কোকা-কোলা বিজ্ঞাপনটি তাদের ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
তবে এ দিন বিকেলে ইউটিউবে কোকা-কোলার চ্যানেলে গেলে পুনরায় বিজ্ঞাপনটি দেখা যায়। কোমল এ পানীয়টি ১৩৮ বছর ধরে বাংলাদেশসহ বিশ্বের ১৯০টি দেশের মানুষ উপভোগ করছে বলে সমালোচিত বিজ্ঞাপনটিতে উল্লেখ করা হয়েছে।
এছাড়া কোকা-কোলা তাদের ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপনের ভিডিওটিতে মন্তব্য করার সুবিধাটি বন্ধ করে দিয়েছে।
এর আগে বিজ্ঞাপনের একজন অভিনেতা শরাফ আহমেদ জীবন বলেন, তিনি সবসময় মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ছিলেন এবং কোকা-কোলার বিজ্ঞাপনটি তার পেশাগত জীবনের অংশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা তার এ বক্তব্য অনলাইনে তার ভক্তদের আরও ক্ষুব্ধ করেছে।
তার পোস্টে একজন ভর্ৎসনা করে লিখেছেন, 'পেশাগত জীবনের এই অংশকে এড়িয়ে গেলে আপনি কি ফকির হয়ে যেতেন?'
'ফিলিস্তিনে কোকাকোলার ফ্যাক্টরি আছে, সেটা অধিকৃত ফিলিস্তিনে কিনা, সেখানে আন্তর্জাতিক আইনের লংঘন আছে কিনা- নিশ্চয়ই বিজ্ঞাপনের আগে এ ধরনের ফ্যাক্টগুলো যাচাই করা দরকার ছিল,' বলেছেন আরেকজন ব্যবহারকারী।