এমপি আজীম হত্যা: ৮ দিনের রিমান্ডে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু
সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য আটদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ জুন) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ১১ জুন রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মিন্টুকে আটক করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে হত্যাকাণ্ডের অন্যতম আসামি হিসেবে গ্রেপ্তার হওয়া শিমুল ভূঁইয়া আদালতে দেওয়া জবানবন্দিতে এমপি আজিম হত্যায় আওয়ামী লীগের একাধিক নেতার জড়িত থাকার কথা উল্লেখ করেন।
শিমুল ভূঁইয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে ঝিনাইদহ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকে সম্প্রতি ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করে ৯ জুন সাতদিনের রিমান্ডে নেওয়া হয়।