সরকার ভ্যাট আরোপের সিদ্ধান্ত থেকে যাত্রীদের রেহাই দেবে বলে আশা মেট্রো কর্তৃপক্ষের
মেট্রোরেলের ভাড়ার উপর মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপ করা থেকে সরকার বিরত থাকবে আশা প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
আজ (বৃহস্পতিবার) রাজধানীতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক এই বিষয়ে বিস্তারিত কথা বলেন। একইসাথে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে যাত্রীদের উপর এর প্রভাব বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এমএএন সিদ্দিক বলেন, "আমরা সরকারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। মেট্রো পরিষেবায় ভ্যাট আরোপ না করার জন্য তাদের অনুরোধ করছি। ভ্যাট আরোপ করা হলে যাত্রীদের ওপর সরাসরি চাপ পড়বে, তাদের ভ্রমণ খরচ বেড়ে যাবে।"
সাধারণত শীতাতপ নিয়ন্ত্রিত গণপরিবহনের ভাড়ায় ভ্যাট দিতে হয়। তবে ২০২২ সালের ২৮ ডিসেম্বর চালু হওয়া মেট্রোরেলের ভাড়ায় ৩০ জুন পর্যন্ত ভ্যাট মওকুফ করে জাতীয় রাজস্ব বোর্ড।
কিন্তু এই মওকুফের ঘোষণা নেই ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। আগামী ৩০ জুনের মধ্যে সিদ্ধান্তের পরিবর্তন না হলে পরের দিন থেকে মেট্রোরেলে চড়তে ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে যাত্রীদের। এতে প্রতি ১০০ টাকার ভাড়া বেড়ে দাঁড়াবে ১১৫ টাকা।
সকাল ৭টা ৩১ মিনিট থেকে ১১টা ৩৬ মিনিট পর্যন্ত এবং দুপুর ২টা ২৫ মিনিট থেকে রাত ৮টা ৩২ মিনিট পর্যন্ত পিক আওয়ার হিসেবে বিবেচিত হয়। সেক্ষেত্রে এই সময়ে প্রতি ৮ মিনিট পরপর ট্রেন চলাচল করে। আর অফ-পিক সময় সকাল ১১টা ৩৭ মিনিট থেকে দুপুর ২টা ২৪ মিনিট পর্যন্ত। সেক্ষেত্রে তখন ট্রেনগুলি প্রতি ১২ মিনিটে পরপর আসে।
এছাড়াও বিশেষ অফ-পিক সময়ে রাত ৮টা ৩৩ মিনিট থেকে ৯টা পর্যন্ত ট্রেনগুলি প্রতি ১০ মিনিট পরপর আসে৷
মেট্রোতে মাংস পরিবহণ নিষিদ্ধ। এই সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে জানিয়ে এমএন সিদ্দিক বলেন, "কোরবানির পশুর কাঁচা চামড়া এবং কাঁচা বা রান্না করা মাংস মেট্রো ট্রেনে বহন করা যাবে না।"
এছাড়াও ঈদুল আজহার জন্য ১৭ জুন মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে।