ঈদে রেলের প্রথম শিডিউল বিপর্যয় হতে যাচ্ছে আজ
ঈদযাত্রা শুরু হওয়ার পর থেকে রেলে তেমন একটা বিলম্ব না হলেও আজ (১৬ জুন) ঘটতে যাচ্ছে বড় ধরনের শিডিউল বিপর্যয়।
ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস আজ প্রায় ছয় থেকে সাত ঘণ্টা দেরি করতে যাচ্ছে। দুপুর ২:৪৫ এ ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা এই ট্রেনটির। তবে যান্ত্রিক ত্রুটির কারণে রাজশাহী থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি রওনা দেয়নি।
এ ব্যাপারে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় সিল্কসিটি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে পারেনি। দুপুর একটায় এটি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। ঢাকা পৌঁছতে রাত আটটা বেজে যাবে। তারপরে সেটা ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে আবার যাত্রী নিয়ে রওনা দিতে পারবে।
তিনি বলেন, দুপুর ২টা ৪৫ মিনিটে এটি ছাড়ার কথা ছিল। তবে যাত্রীরা যদি মনে করে তাহলে টিকিট ফেরত দিতে পারবে।
তিনি আরো জানান, সকালে ঢাকা থেকে প্রতিটা ট্রেন সময়মতো ছেড়ে গেছে এবং সিল্কসিটির এই বিলম্বের কারণে অন্য কোন ট্রেনের ওপরে প্রভাব পরবেনা।
এদিকে ঈদযাত্রার শেষ দিনেও সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীদের ভিড় রয়েছে, বিশেষ করে মহাখালী, সায়দাবাদ, যাত্রাবাড়ী ও সাইনবোর্ড এ।
এসব জায়গায় সকালে যাত্রী অপেক্ষা বাসের সংখ্যা ছিল অপ্রত্যূল। ফলে অনেক যাত্রী বিপাকে পড়ে এবং বিকল্প ব্যবস্থায় নিজের গন্তব্যে রওনা দেন।
পাবনা এক্সপ্রেসের কাউন্টার মাস্টার তুহিন বড়ুয়া জানান, উত্তর অঞ্চলের মহাসড়কগুলোর বিভিন্ন জায়গায় যানজট এবং ধীরগতি থাকার কারণেই সময় মতো বাসগুলো ঢাকায় পৌঁছাতে পারছে না। যার ফলে এই সংকট তৈরি হচ্ছে।
তবে সময়ের সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। যাত্রীর চাপ কিছুটা কমে আসছে।
লক্ষ্মীপুর এক্সপ্রেস এর একজন স্টাফ খলিল বলেন, দক্ষিণাঞ্চলে রাস্তাগুলোতে যানজট না থাকলেও, সকাল থেকেই যাত্রী নিয়ে বাসগুলো চলে গিয়েছে। সেগুলো ঘুরে আসতে সময় লাগছে। এখন পর্যন্ত যতগুলো বাস ছেড়ে গেছে তাতে যাত্রী অনেক বেশি ছিল। তবে এখন যাত্রীর চাপ অনেক কমে গেছে।
এদিকে আজ লঞ্চঘাটে তেমন একটি চাপ নেই।
পারাবত লঞ্চের মালিক মোহাম্মদ মাহবুব জানান, আজ সকাল থেকে লঞ্চে কোন ভিড় নেই। এ কয়দিন ঢাকা থেকে সবগুলো লঞ্চ ছাড়লেও, আজকে অনেক লঞ্চ ছাড়বে না যাত্রীর অভাবে।