ডিএনএর নমুনা সংগ্রহে আনার কন্যা ডরিনকে ডেকেছে পশ্চিমবঙ্গ সিআইডি
সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে ডিএনএর নমুনা দিতে কলকাতায় ডেকেছে পশ্চিমবঙ্গ সিআইডি। তার সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দলও কলকাতায় যাবে।
আজ (শুক্রবার) বিকেলে মুঠোফোনে টিবিএসকে বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারুলের ব্যক্তিগত সহকারী আবদুর রউফ। তিনি বলেন, "কলকাতা থেকে আমাদেরকে যেতে বলেছেন। আমাদের কাগজপত্র রেডি আছে।"
আবদূর রউফ আরও বলেন, "আমাদের সঙ্গে ডিবির একটি দলও কলকাতায় যাবে। আগামী রবিবার তাদের জিও হওয়ার পর জানা যাবে কবে আমরা ভারতে যাবো।"
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম গত ১২ মে দর্শনা সীমান্ত হয়ে কলকাতায় যান। পরদিন ১৩ মে কলকাতার একটি ফ্ল্যাটে খুন হন তিনি।
খুন হওয়া ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হওয়া কয়েক টুকরা মাংস ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই টুকরাগুলো তার লাশের খণ্ডিত অংশ কি-না, তা নিশ্চিত হতে কলকাতায় যাচ্ছেন আনার কন্যা ডরিন।
এ ঘটনায় বাংলাদেশ ও ভারতে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশে গ্রেপ্তার পাঁচজনের মধ্যে চারজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।